Title
Freedom fighter Sheikh Jafar Ali died on Ruposhi
Details
রূপসায় মুক্তিযোদ্ধা শেখ জাফর আলীর ইন্তেকাল
**********************************
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জাফর আলী (৭৪) হৃদ রোগে আক্রান্ত হয়ে গত ৪ জুলাই রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি---রাজিউন)। অাজ ৫ জুলাই বিকাল সাড়ে ৫ টায় জেকেএস ক্রীড়া সংস্থার মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, রূপসা উপজেলার নির্বাহী অফিসারের প্রতিনিধি, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জী, জেলা কৃষকলীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, খুলনা জেলা পরিষদ সদস্য শেখ আবু জাফর, জেলা বিএনপির সহ সভাপতি শেখ আ: রশিদ, আওয়ামীলীগ নেতা ওলিয়ার রহমান, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো: মারুফ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনিরুজ্জামান মনি, বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ক্রীড়া সংগঠক শেখ আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা বজলার রহমান, গাজী জালাল উদ্দীন, দেলোয়ার হোসেন, আতিয়ার রহমান, শেখ ইমদাদুল হক, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান পিলু, ইলিয়াস মল্লিক, শফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মরহুমকে এস.আই বাসারের নেতৃত্বে সুসজ্জিত একদল পুলিশ বাহিনী গার্ড অব অনার প্রদান করে।
জানাজা পরিচালনা করেন মাও: মাহাবুবুর রহমান।