আগামী ৮ ডিসেম্বর পর্দা উঠবে 'বঙ্গবন্ধু বিপিএল' এর সপ্তম আসরের। আর এই আসরের প্লেয়ার ড্রাফট থেকে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমসহ একঝাক তারকাকে দলে ভেড়াল “খুলনা টাইগার্স”।
গতকাল রবিবার হোটেল রেডিসন ব্লুতে বিপিএলের সপ্তম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ৪৩৯ জন বিদেশি ও ১৮১ জন দেশি ক্রিকেটারদের নিয়ে প্লেয়ার ড্রাফট থেকে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিক রহিমসহ একঝাক তারকাকে দলে ভিড়িয়েছে “খুলনা টাইগার্স”।
দেশি ক্রিকেটারদের মধ্যে খুলনার দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের মুশফিকুর রহিম। তিনি ছাড়াও আরো আছেন নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব, সাইফ হাসান, মেহেদি মিরাজ, শহিদুলের মত তরুণ তারকারা।
আর বিদেশিদের মধ্যে আছে মোহম্মদ আমির, রবি ফ্রাইলিংক ও রাইলি রুশোর মত খেলোয়াড়।
খুলনা টাইগার্স দল
দেশি খেলোয়াড়:
মুশফিকুর রহিম ,শফিউল ইসলাম ,নাজমুল শান্ত, আমিনুল বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী মিরাজ, শহিদুল ইসলাম, তানবীর ইসলাম,আলিস আল ইসলাম।
বিদেশি খেলোয়াড়:
রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রাহমানুল্লাহ গুলবাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস